সৌদি ভিসা আবেদন করেছেন কিন্তু ভিসা তৈরি হয়েছে কিনা জানেন না? পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

সৌদি আরব যেতে ইচ্ছুক এমন যারা ভিসা আবেদন করেছেন, তাদের অনেকেরই ভিসা পেন্ডিং আছে। ভিসা রেডি হয়েছে কিনা জানার জন্য অনলাইনে সৌদি ভিসা চেক করা যায়। ভিসা চেক করার মাধ্যমে ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার পদ্ধতি জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

সৌদি ভিসা চেক করার নিয়ম

সৌদি ভিসা চেক করতে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData লিংকে ভিজিট করুন। এরপর, পেজটি ট্রান্সলেট করে ইংরেজি করুন। অতঃপর, Nationality – Bangladesh সিলেক্ট করুন, Coming destination – Dhaka সিলেক্ট করুন। ফাঁকা ঘরে পাসপোর্ট নাম্বার লিখে Visa Type সিলেক্ট করুন। সবশেষে, ক্যাপচা কোডটি লিখে সার্চ বাটনে ক্লিক করে ভিসা চেক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। এক্ষেত্রে, ভিসা চেক করতে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার, বর্তমান জাতীয়তা, ভিসা টাইপ ইত্যাদি তথ্য দিতে হবে। তাহলে, আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা তৈরি হয়েছে কিনা অনলাইনে চেক করা যায়। এজন্য, সৌদি আরবের ভিসা চেকিং পোর্টাল ভিজিট করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে সহজেই ভিসা চেক করতে পারবেন।

ধাপ ১ — ভিসা পোর্টাল ভিজিট

ভিসা চেক করতে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ওয়েবসাইট ভিজিট করুন। পেজটি ইংরেজিতে ট্রান্সলেট করে নিন।

পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক
পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক

ধাপ ২ — তথ্য পূরণ

Current nationality লেখার পাশের ঘরে Bangladesh সিলেক্ট করুন। Coming destination লেখার পাশের ঘরে Dhaka সিলেক্ট করুন। ফাঁকা ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন এবং ভিসা টাইপ সিলেক্ট করুন।

সৌদি আরব ভিসা চেক
সৌদি আরব ভিসা চেক

ধাপ ৩ — ক্যাপচা পূরণ

ছবিতে একটি কোড দেখতে পাবেন। কোডটি ভালো করে দেখে ছবির পাশের ফাঁকা ঘরে কোডটি লিখবেন। ক্যাপচা কোড ভুল লিখলে ভিসা চেক করতে পারবেন না।

ধাপ ৪ — ভিসা চেক

সবশেষে Conduct the search বাটনে ক্লিক করার মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা হয়েছে কিনা চেক করতে পারবেন। ঘরে বসে সহজেই এই পদ্ধতিতে ভিসা চেক করতে পারবেন।

সৌদি ভিসা চেক
সৌদি ভিসা চেক

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার সৌদি ভিসা তৈরি হয়েছে কিনা চেক করে স্ট্যাটাস জানতে পারবেন। ভিসা রেডি হলে ভিসার তথ্য দেখতে পারবেন। রেডি না হলে ভিসা পেন্ডিং দেখতে পাবেন।

এছাড়াও পড়ুন —

নতুন নিয়মে সৌদি ভিসা চেক

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করতে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিংকে ক্লিক করুন। পেজটি ইংরেজিতে ট্রান্সলেট করে নিন। এরপর, Nationality – Bangladesh সিলেক্ট করুন, Coming destination – Dhaka সিলেক্ট করুন।

Passport number লেখার পাশের ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন। অতঃপর, Visa type লেখার পাশে আপনার ভিসার ধরণ সিলেক্ট করুন। ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখুন এবং Conduct the search বাটনে ক্লিক করে ভিসা তৈরি হয়েছে কিনা চেক করতে পারবেন।

কিভাবে অনলাইনে সৌদি ভিসা চেক করবো

অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করতে পাসপোর্ট নাম্বার এবং ভিসার ধরণ জানতে হবে। তাহলে, সৌদি ভিসা চেক করতে পারবেন খুব সহজেই।

  • ভিজিট করুন visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ওয়েবসাইট
  • Current nationality – Bangladesh সিলেক্ট করুন এবং Coming destination – Dhaka সিলেক্ট করুন
  • ফাঁকা ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন এবং ভিসার ধরণ সিলেক্ট করুন
  • ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন

এই চারটি ধাপ অনুসরণ করে সহজেই সৌদি আরবের ভিসা অনলাইনে চেক করতে পারবেন এবং আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

শেষ কথা

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা সৌদি আরবের ভিসার জন্য আবেদন করেছেন, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে Saudi Visa Check করতে পারবেন।

FAQ

সৌদি ভিসা চেক করতে ফি লাগে?

সৌদি ভিসা চেক করতে কোনো ফি লাগেনা। ফ্রিতেই অনলাইনে ভিসা চেক করতে পারবেন।

ভিসা রিজেক্ট দেখালে করণীয় কী?

ভিসা রিজেক্ট দেখালে কী কারণে ভিসা রিজেক্ট করেছে তা যাচাই করতে হবে। এরপর, আবারও ভিসা আবেদন করার মাধ্যমে ভিসা অনুমোদন নেয়া যাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করা যায়?

হ্যাঁ, পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন এবং আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *