পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। কাতার ভিসা চেক করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
যারা কাতার যাওয়ার জন্য কাতার ভিসা আবেদন করেছেন, তারা ভিসা চেক করার মাধ্যমে ভিসা স্ট্যাটাস জানতে পারবেন। ভিসা চেক করার জন্য কাতার এম্বাসি যেতে হবেনা। ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাতারের ভিসা হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
তো চলুন, কাতার ভিসা চেক করার নিয়ম বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
কাতার ভিসা চেক করার নিয়ম
কাতার ভিসা চেক করতে portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/ ওয়েবসাইট ভিজিট করুন। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চান নাকি ভিসা নাম্বার দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর, nationality সিলেক্ট করুন। ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতিতে কাতার ভিসা আবেদন অনুমোদন হয়েছে কিনা জেনে নিতে পারবেন এবং আপনার ভিসা রেডি হয়েছে কিনা জানতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে এবং ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করা যায়।
এই দুইটি পদ্ধতি বিস্তারিত নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। বিস্তারিত পদ্ধতি জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/ এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, Passport Number অপশনটি সিলেক্ট করুন। ফাঁকা ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন। Nationality – Bangladesh সিলেক্ট করুন। ছবিতে দেখানো কোডটি লিখে Submit বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা হয়েছে কিনা চেক করতে পারবেন। এছাড়া, আপনি চাইলে ভিসা নাম্বার দিয়েও ভিসা চেক করতে পারবেন। সেক্ষেত্রে, নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।
এছাড়াও পড়ুন —
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক
ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/ ওয়েবসাইট ভিজিট করুন। ডিফল্টভাবে Visa Number সিলেক্ট করা থাকবে। আপনার ভিসা নাম্বারটি লিখবেন। এরপর, Nationality – BANGLADESH সিলেক্ট করবেন। ছবিতে দেখানো কোডটি ফাঁকা ঘরে লিখে Submit বাটনে ক্লিক করবেন।

এই পদ্ধতি অনুসরণ করলে ভিসা নাম্বার দিয়ে আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য, পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবেনা। এই পদ্ধতিটি অনুসরণ করে ফ্রিতেই অনলাইনে ভিসা চেক করতে পারবেন এবং ভিসা স্ট্যাটাস জানতে পারবেন।
এছাড়াও, আরও একটি পদ্ধতি অনুসরণ করে ঘরে বসে অনলাইনে কাতার ভিসা চেক করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন।
অনলাইনে কাতার ভিসা চেকিং
অনলাইনে কাতার ভিসা চেকিং করতে qatarvisacenter.com এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারি। নতুন নিয়মে কাতার ভিসা হয়েছে কিনা চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
qatarvisacenter.com ওয়েবসাইট ভিজিট করুন। ভাষা – English সিলেক্ট করুন এবং জাতীয়তা – Bangladesh সিলেক্ট করুন।

নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এরপর, TRACK APPLICATION সেকশনে ক্লিক করবেন। তাহলে, নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।

নিচের মতো একটি ইন্টারফেস আসবে। আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন, ভিসা নাম্বার লিখবেন, ছবিতে দেখানো ক্যাপচা কোডটি লিখবেন এবং Submit বাটনে ক্লিক করবেন।

তাহলে, কাতার ভিসা অনলাইনে চেক করতে পারবেন এবং ভিসার স্ট্যাটাস আপডেট জানতে পারবেন। উপরে উল্লিখিত এই তিনটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করে কাতারের ভিসা অনলাইনে যাচাই করতে পারবেন।
শেষ কথা
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার পদ্ধতি এবং ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা কাতার যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে ভিসা হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
FAQ
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করবো কিভাবে?
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার জন্য qatarvisacenter.com এই ওয়েবসাইট কিংবা https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/ এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
কাতার ভিসা কি অনলাইনে চেক করা যায়?
হ্যাঁ, কাতার ভিসা অনলাইনে ফ্রিতে চেক করা যায়। পোস্টে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে সহজেই কাতারের ভিসা স্টাটাস চেক করতে পারবেন।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়?
হ্যাঁ, ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন অনলাইনে। এজন্য, কাতার ভিসা এম্বাসির ওয়েবসাইট ভিজিট করতে হবে।