মালয়েশিয়া ভিসা আবেদন করেছেন কিন্তু ভিসা হয়েছে কিনা জানেন না? পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার মাধ্যমে ভিসার স্ট্যাটাস জানতে পারবেন।
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করা যায়। ভিসা আবেদন করার পর ভিসা হয়েছে কিনা যাচাই করার জন্য Visa Check করতে হয়। মালয়েশিয়া ভিসা এম্বাসি ওয়েবসাইট ভিজিট করে ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা হয়েছে কিনা চেক করতে হয় জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
মালয়েশিয়া ভিসা চেক
মালয়েশিয়া ভিসা চেক করতে eservices.imi.gov.my ওয়েবসাইট ভিজিট করুন। পাসপোর্ট নাম্বার এর ফাঁকা ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন। জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে পাসপোর্ট তৈরি করতে চাইলে আপনার পাসপোর্ট নাম্বারটি জানা থাকতে হবে। যদি মালয়েশিয়া ভিসা আবেদন করে থাকেন, তাহলে আপনার ভিসা রেডি হয়েছে কিনা জানার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।
মালয়েশিয়া ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন। এখানে ছবিসহ বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে eservices.imi.gov.my ওয়েবসাইট ভিজিট করুন। No Pasport লেখার পাশে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন। Warganegara লেখার পাশে Bangladesh সিলেক্ট করুন। এরপর, Carian লেখা সার্চ বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার ভিসা স্ট্যাটাস জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে শুধু পাসপোর্ট নাম্বার দিয়েই অনলাইনে ফ্রিতে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন এবং আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। ভিসা পেন্ডিং থাকলেও এখানে সেটি দেখতে পারবেন।
এছাড়াও পড়ুন —
- পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতি
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি। ভিসা এম্বাসির ওয়েবসাইট ভিজিট করবো এবং পাসপোর্ট নাম্বার ও অন্যান্য তথ্য দিয়ে ভিসা চেক করবো। বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ —
ধাপ ১ — ভিসা চেকিং ওয়েবসাইট
মালয়েশিয়া ভিসা হয়েছে কিনা চেক করার জন্য https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের ছবির মতো একটি পেজ আসবে।

ধাপ ২ — তথ্য পূরণ
এখানে, আপনার পাসপোর্ট নাম্বার লিখুন এবং ড্রপ-ডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন। নিচে সংযুক্ত ছবিটি অনুসরণ করুন।

ধাপ ৩ — ভিসা চেকিং
অতঃপর, সার্চ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার মালয়েশিয়া ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। ভিসা রেডি হলে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। পেন্ডিং থাকলে সেটিও দেখতে পারবেন।

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, প্রথম ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন। ড্রপ-ডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন। অতঃপর, সার্চ বাটনে ক্লিক করে ভিসা চেক করুন।
মালয়েশিয়া ভিসা চেক করার ওয়েবসাইট ভিজিট করলে ভিন্ন ভাষা দেখাতে পারে। ব্রাউজারে থাকা ট্রান্সলেট অপশন ব্যবহার করে ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন। তাহলে, বুঝতে সুবিধা হবে। এভাবে মালেয়সিয়া কলিং ভিসা, মালয়েশিয়া ই ভিসা সহ সব ধরনের ভিসা চেক করতে পারবেন।
যারা মালয়েশিয়া শ্রমিক ভিসা, মালয়েশিয়া কলিং ভিসা, মালয়েশিয়া ট্রাভেল ভিসা সহ বিভিন্ন ধরনের ভিসার আবেদন করেছেন, তারা উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
শেষ কথা
মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। পাসপোর্ট নাম্বার ব্যবহার করে কিভাবে Malaysia Visa Check করতে হয় জানতে পোস্টটি পড়ুন। এছাড়াও, কেউ ভিসা চেক করতে চাইলে তাদের সাথে এই পোস্টটি শেয়ার করুন। যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশন দেখুন।
FAQ
শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কি মালয়েশিয়া ভিসা চেক করা যায়?
হ্যাঁ, শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করে ভিসা চেকিং পোর্টাল থেকে ভিসা হয়েছে কিনা চেক করা যায়।
মালয়েশিয়া ভিসা পেতে কতদিন লাগে?
মালয়েশিয়া ভিসা আবেদন করার পর ৭ দিন থেকে ১৫ দিন সময় লাগে ভিসা পেতে। তবে, বিভিন্ন কারণে এই সময় কমবেশি হয়ে থাকে।
মালয়েশিয়া ই ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?
https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই ওয়েবসাইট ভিজিট করে ই ভিসা চেক করতে পারবেন।