পাসপোর্ট হারিয়ে ফেলেছেন? পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি জানেন না? হারিয়ে যাওয়া পাসপোর্ট আবারও কিভাবে ফেরত পাবেন জানতে পারবেন এই পোস্টে।
পাসপোর্ট আমাদের একটি পরিচয়পত্র। পাসপোর্ট হারিয়ে গেলে ভিসা আবেদন করতে পারবেন না। এছাড়া, বিদেশ যাত্রার আগে পাসপোর্ট হারিয়ে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। তাই, হারানো পাসপোর্ট সংগ্রহ করার নিয়ম জেনে রাখা আবশ্যক।
পাসপোর্ট হারিয়ে গেলে অবশ্যই একটি জিডি করতে হবে। জিডি করার নিয়ম জানতে পারবেন এই পোস্টে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি
পাসপোর্ট হারিয়ে গেলে যে স্থানে পাসপোর্টটি হারিয়ে গেছে, তার আশেপাশে যে থানা রয়েছে সেখানে দ্রুত সময়ে গিয়ে একটি পাসপোর্ট হারানোর জিডি করতে হবে। জিডি করার পর জিডির কপি নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করে কিংবা অনলাইনে পাসপোর্ট রিনিউ করার আবেদন করার মাধ্যমে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
যাদের পাসপোর্ট হারিয়ে গেছে, তারা শুরুতেই পাসপোর্ট হারানোর জন্য একটি জিডি করুন। জিডি করার জন্য একটি আবেদন পত্র লিখতে হয় থানায়। পাসপোর্ট হারানোর জিডি লেখার নিয়ম নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার নিয়ম
পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার জন্য থানায় যেতে হবে। যে স্থানে পাসপোর্টটি হারিয়ে গেছে, সেই এলাকার থানায় জিডি করা উত্তম। জিডি করার জন্য একটি আবেদন পত্র লিখতে হবে। অথবা, থানা গিয়ে সরাসরি জিডি করে নিতে পারেন।
এছাড়া, এখন অনলাইনেও জিডি করা যায়। তবে, আপনি যদি আবেদন করার মাধ্যমে একটি জিডি করতে চান, তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে একটি আবেদন পত্র লিখুন।
তারিখ: ০৫/০৫/২০২৫
বরাবর,
ভারপ্রাপ্ত কর্মকর্তা
কোতওয়ালি থানা
রংপুর সদর, রংপুর
বিষয়: পাসপোর্ট হারিয়ে যাওয়ায় জিডি করার আবেদন
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মীম আক্তার, পিতা- জনাব আলী আহমেদ। আমার নামে ইস্যুকৃত পাসপোর্টটি গত ০৪ মে রোজ রবিবার আনুমানিক বিকাল ০৩:০০ ঘটিকার সময় রংপুর শহরের সাতমাথা এলাকায় হারিয়ে ফেলি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরেও আমার পাসপোর্টের কোন হদিস মেলেনি। পাসপোর্টটির তথ্য নিম্নরুপ :
- নাম – মীম আক্তার
- পাসপোর্ট নম্বর- A12345678
- ইস্যুর স্থান- ঢাকা
- ইস্যুর তারিখ- ১৫/০৬/২০২৩
- মেয়াদ উত্তীর্ণের তারিখ- ১৪/০৬/২০২৮
এমতাবস্থায়, উক্ত পাসপোর্টটির সন্ধান না পাওয়া গেলে ভবিষ্যতে এটি যেন অন্য কেউ ব্যবহার করে কোন বেআইনি কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য আপনার নিকট আকুল আবেদন, উল্লেখিত পাসপোর্টটি হারিয়ে যাওয়াসংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।
নিবেদক,
মীম আক্তার
ঠিকানা: বনানী, ঢাকা
মোবাইল নম্বর: 01356254484
উপরে উল্লিখিত নমুনা অনুসরণ করে পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার জন্য একটি আবেদন পত্র লিখতে পারবেন। আবেদন পত্রটি লিখে থানার অফিসার বরাবর প্রেরণ করুন। তাহলে, তিনি সাধারণ ডায়েরি করার পাশাপাশি আপনার পাসপোর্টটি উদ্ধার করার জন্য চেষ্টা চালাবেন।
পাসপোর্ট রিনিউ আবেদন করার সময় হারিয়ে যাওয়ার পাসপোর্টের জিডি কপির প্রয়োজন হতে পারে। এছাড়া, হারিয়ে যাওয়া পাসপোর্ট দিয়ে যে কেউ চাইলে অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে। তাই, পাসপোর্ট হারিয়ে গেলে অবশ্যই একটি জিডি করতে হবে।
পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি করতে কী কী লাগে?
পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি করতে পাসপোর্টের তথ্য প্রয়োজন হয়। পাসপোর্টে থাকা নাম, যদি পাসপোর্ট নাম্বার মনে থাকে, পাসপোর্ট ইস্যুর তারিখ, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ, পিতা/মাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য প্রয়োজন হয়।
জিডি করার সময় জিডিতে এসব তথ্য নথিভুক্ত করতে হয়। তাই, আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের যেসব তথ্য মনে আছে, সেসব তথ্য থানায় জিডি করার সময় ব্যবহার করবেন।
এছাড়াও পড়ুন —
- ই পাসপোর্ট চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করা যাবে কি
পাসপোর্ট হারিয়ে গেলে কত টাকা তুলতে খরচ লাগে
পাসপোর্ট হারিয়ে গেলে আবারও পাসপোর্ট তোলার জন্য পাসপোর্ট রিনিউ আবেদন করতে হয়। পাসপোর্ট রিনিউ করার জন্য আপনি কত বছর মেয়াদের পাসপোর্ট রিনিউ করবেন এবং কত পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ করবেন তার উপর ভিত্তি করে টাকার পরিমাণ ভিন্ন হবে।
পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এই লিংকে ক্লিক করে ৫ বছর এবং ১০ বছর মেয়াদের ৪৮ পাতা ও ৬৪ পাতা পাসপোর্টের রিনিউ ফি সম্পর্কে জেনে নিতে পারবেন।
বাংলাদেশে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
বাংলাদেশে পাসপোর্ট হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডি করার সময় পাসপোর্টের সকল তথ্য যুক্ত করতে হবে। যেসব তথ্য আপনার মনে আছে, সেসব তথ্য যুক্ত করে জিডি করুন। এরপর, জিডির কপি সংগ্রহ করে আপনার কাছে রাখুন।
পাসপোর্ট প্রয়োজন হলে, অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করুন। পাসপোর্ট রিনিউ করার সময় হারিয়ে যাওয়া পাসপোর্টের জিডির কপি প্রয়োজন হতে পারে।
মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হারিয়ে গেলে
মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হারিয়ে গেলেও জিডি করতে হবে। কারণ, আপনার পাসপোর্টটি কেউ পেয়ে গেলে সেটি দিয়ে অপরাধমূলক কাজ করতে পারে। পরে সেটির জন্য আপনাকে মামলা ফেস করতে হতে পারে। এজন্য, পাসপোর্টের মেয়াদ থাকুক বা না থাকুক, হারিয়ে গেলে অবশ্যই জিডি করতে হবে।
বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে ওই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। পাসপোর্ট ছাড়া উক্ত দেশ ত্যাগ করতে পারবেন না। তাই, পাসপোর্ট হারিয়ে গেলে দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্ট সংগ্রহ করতে হবে বা পাসপোর্ট রিনিউ করে নিতে হবে।
শেষ কথা
পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কী বা পাসপোর্ট হারানোর জিডি লেখার নিয়ম শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে জিডি করতে পারবেন এবং পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।