কুয়েত ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু এখনো ভিসা পাননি? পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করে ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

যারা কুয়েত যাওয়ার জন্য কুয়েতের ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু ভিসা রেডি হয়েছে কিনা জানেন না। তারা অনলাইনে ভিসা স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে কুয়েত ভিসা চেক করা যায় জানতে শেষ অব্দি পড়ুন।

কুয়েত ভিসা চেক করার নিয়ম

কুয়েত ভিসা চেক করতে https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng এই লিংকে ভিজিট করুন। এরপর, Visa Application Number লিখুন প্রথম ঘরে। নিচে দেখানো কোডটি দ্বিতীয় ঘরে লিখুন। অতঃপর, Submit বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে কুয়েত ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। যারা কুয়েতের ভিসার জন্য আবেদন করেছেন, তারাই এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন।

কারণ, কুয়েত ভিসা আবেদন করার পর ভিসা আবেদন কনফার্মেশন ফরমে Visa Application Number পাওয়া যায়। যেটি দিয়ে ভিসা হয়েছে কিনা চেক করা যায়।

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার কোনো পদ্ধতি নেই। তবে, ভিসা সেন্টারে যোগাযোগ করে কিংবা কুয়েত এম্বাসি, ঢাকায় যোগাযোগ করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন।

অনলাইনে কুয়েত ভিসা চেক করতে হলে Visa Application Number প্রয়োজন হবে। ভিসা আবেদন করার পর আবেদনের কপিতে এই নাম্বারটি দেয়া থাকে। এটি যদি আপনার সাথে থাকে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে ভিসা হয়েছে কিনা চেক করতে পারবেন।

ধাপ ১ — ওয়েবসাইট ভিজিট

ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কুয়েতের ভিসা যাচাই করার জন্য https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করুন। এটি কুয়েত ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া, আপনি চাইলে গুগলে kuwait visa check লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

ধাপ ২ — তথ্য পূরণ

ওয়েবসাইটটি ভিজিট করার পর একটি ফরম দেখতে পারবেন যেখানে দুইটি ফাঁকা ঘর রয়েছে। প্রথম ঘরে Visa Application Number লিখতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফরমে এই নাম্বারটি পেয়ে যাবেন।

দ্বিতীয় ঘরের নিচে যে ছবিটি দেখতে পাবেন, সেখানে দেখানো কোডটি দ্বিতীয় ঘরে লিখুন।

kuwait visa check

ধাপ ৩ — ভিসা চেকিং

সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে। তাহলে, আপনার কুয়েত ভিসা আবেদনটি অনুমোদন হয়েছে কিনা বা ভিসা রেডি হয়েছে কিনা দেখতে পারবেন। ভিসা চেকিং করার মাধ্যমে ভিসা অনুমোদন হলে, ভিসা ডিস্প্যাচ হলে, ভিসা রেডি হলে সেই স্ট্যাটাসগুলো দেখতে পারবেন।

অনলাইনে ভিসা চেকিং করার সবথেকে বড় সুবিধা হচ্ছে আলাদা করে কোথাও যেতে হয়না। এতে করে, ঘরে বসে খুব কম সময়ে এবং খুব সহজে ফ্রিতেই ভিসা চেক করে স্ট্যাটাস জেনে নিতে পারবেন। ভিসা রেডি হয়ে গেলে এম্বাসি বা ভিসা সেন্টারে গিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও পড়ুন —

কুয়েত ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়না। তবে, কুয়েত ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কুয়েতের ভিসা চেক করতে পারবেন। ভিসা আবেদন করার পর যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলেন, সেটি ব্যবহার করে আপনার ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

এছাড়া, ভিসা সেন্টার বা কুয়েত এম্বাসি, ঢাকায় যোগাযোগ করেও আপনার ভিসা রেডি হয়েছে কিনা সেটি জেনে নিতে পারবেন।

শেষ কথা

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার পদ্ধতি বা কুয়েত ভিসা চেকিং করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কুয়েতের ভিসা হয়েছে কিনা চেক করা যায় সেটি আলোচনা করা হয়েছে এখানে। যারা কুয়েত যেতে ইচ্ছুক, তাদের জন্য এই পোস্টটি বেশ উপকারে আসবে।

FAQ

কুয়েতের ভিসা কিভাবে নিশ্চিত করব?

কুয়েতের ভিসা আবেদন করার পর ভিসা স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার ভিসা রেডি হয়েছে কিনা নিশ্চিত হতে পারবেন।

কুয়েত ভিসা পেতে কতদিন সময় লাগে?

কুয়েত ভিসা আবেদন করার পর ৭ দিন থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত সময় লেগে থাকে ভিসা প্রসেসিং হতে। এই সময়ের মাঝে আপনার ভিসার স্ট্যাটাস জানতে ভিসা চেক করতে পারেন।

কুয়েত ভিসা করতে কত টাকা লাগে?

ভিসার ধরনের উপর নির্ভর করে কুয়েত ভিসা করতে কত টাকা লাগবে তা নির্ভর করে। এছাড়া, আপনি নিজে আবেদন করছেন নাকি অন্য কারও সহযোগিতা নিচ্ছেন সেটির উপরেও নির্ভর করবে।

কুয়েত ভিসা এম্বাসি কোথায়?

কুয়েত ভিসা এম্বাসি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *