ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু ভিসা এখনো অনুমোদন হয়নি? পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

বিভিন্ন দেশের ভিসা আবেদন করলে ভিসা অনুমোদন হয়েছে কিনা বা ভিসার বর্তমান স্ট্যাটাস যাচাই করা যায় অনলাইনে। ঠিক তেমনি, আপনি চাইলে ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার ভিসা হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা চেক করতে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট নাম্বার। কিভাবে ভারতের ভিসা চেক করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

ইন্ডিয়ান ভিসা চেক করতে passtrack.net ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, Regular Visa Application বাটনে ক্লিক করুন। তাহলে, নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে, Web file Number লিখুন প্রথম ঘরে। দ্বিতীয় ঘরে ছবিতে দেখানো কোডটি লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে ইন্ডিয়ান ভিসা রেডি হয়েছে কিনা চেক করতে পারবেন। ভিসা স্ট্যাটাস অনুযায়ী বুঝতে হবে আপনার ভিসাটি তৈরি হয়েছে কিনা এবং আপনি সেটি সংগ্রহ করতে পারবেন কিনা। আরও বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার কোনো পদ্ধতি নেই। তবে, ইন্ডিয়ান ভিসা আবেদন করার সময় পাওয়া Web file Number দিয়ে খুব সহজেই আমরা Indian Visa Check করতে পারবো এবং ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবো।

ভারতের ভিসা রেডি হয়েছে কিনা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। এখানে, ছবিসহ বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

ধাপ ১ — ভিসা চেকিং ওয়েবসাইট ভিজিট

India Visa Check করতে passtrack.net এই ওয়েবসাইট ভিজিট করুন। এটি ভারতের ভিসা চেকিং করার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে, শুধুমাত্র Web File Number দিয়ে ভিসা রেডি হয়েছে কিনা চেক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা চেক
ইন্ডিয়ান ভিসা চেক

ওয়েবসাইটটি ভিজিট করলে উপরের ছবিটির মতো ইন্টারফেস আসবে। এখানে, Regular Visa Application বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ২ — তথ্য পূরণ

নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। এখন, প্রথম ঘরে Web File Number লিখুন। ভিসা আবেদন করার পর ভিসা আবেদনের যে কপি পেয়েছিলেন, সেখানে Web File Number পেয়ে যাবেন। এরপর, ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

ধাপ ৩ — ভিসা চেক

তথ্য পূরণ করা হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন। তাহলে, ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার ভিসা রেডি হয়েছে কিনা জানতে পারবেন।

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই ভারতের ভিসা আবেদন অনুমোদন হয়েছে কিনা যাচাই করতে পারবেন। যারা ওয়ার্ক পারমিট ভিসা/মেডিকেল ভিসা/টুরিস্ট ভিসা বা অন্য ভিসার জন্য আবেদন করেছেন, তারা উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করলে ভিসা স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

এছাড়াও পড়ুন —

ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ

অনলাইনে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন, তারা ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

passtrack.net ওয়েবসাইট ভিজিট করে Regular Visa Application বাটনে ক্লিক করতে হবে। এরপর, Web File Number লিখতে হবে। অতঃপর, ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে ফ্রিতেই ভিসা চেক করতে পারবেন।

বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে ভারতের ভিসা ফ্রিতেই চেক করতে পারবেন। যারা ভিসা আবেদন করেছেন কিন্তু এখনো ভিসা পাননি, তারা এই পদ্ধতি অনুসরণ করলে ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন এবং ভিসা কবে পাবেন সেটিও বুঝতে পারবেন।

শেষ কথা

ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি বা পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ার ভিসা কিভাবে চেক করতে হয় তা শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন, তারা পোস্টে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে সহজেই ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

FAQ

ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা কিভাবে দেখব?

passtrack.net ওয়েবসাইট ভিজিট করে Web File Application নাম্বার লিখে ক্যাপচা পুরণ করলে ইন্ডিয়ান ভিসা রেডি হয়েছে কিনা চেক করতে পারবেন।

অনলাইনে ভারতীয় ভিসা ট্র্যাকিং?

অনলাইনে ভারতীয় ভিসা ট্র্যাকিং করতে পারবেন। এজন্য, passtrack.net লিংকে ক্লিক করতে হবে।এরপর, উক্ত ওয়েবসাইটে গিয়ে Regular Visa Application বাটনে ক্লিক করে Web File Number লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *