ই পাসপোর্ট আবেদন করেছেন কিন্তু তথ্য ভুল থাকার কারণে কিংবা অন্য কারণে আবেদন বাতিল করতে চাচ্ছেন? বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
ই পাসপোর্ট আবেদন বাতিল করার মাধ্যমে পূর্বে করা পাসপোর্ট আবেদনটি ক্যান্সেল করে নতুন করে পাসপোর্ট আবেদন করতে পারবেন। পাসপোর্ট আবেদন করার সময় ভুল তথ্য দিলে কিংবা অন্য কোনো কারণ থাকলে পাসপোর্ট আবেদন বাতিল করা যায়।
ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস বরাবর আবেদন পত্র লিখতে হয়। কিভাবে আবেদন পত্র লিখতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম
ই পাসপোর্ট আবেদন করার পর কোনো কারণে আবেদন বাতিল করতে চাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বরাবর একটি আবেদন পত্র লিখতে হবে। আবেদন পত্রে পাসপোর্ট আবেদনের সময় পাওয়া Online Registration ID বা Application ID এবং জন্ম তারিখ লিখতে হবে।
এছাড়া, পাসপোর্টের অন্যান্য তথ্য আবেদন পত্র যুক্ত করতে হবে। অতঃপর, আবেদন পত্রটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে কিংবা ডাকযোগে পাঠাতে হবে।
পাসপোর্ট আবেদন বাতিল করতে চাচ্ছেন কেন, সেটি আবেদন পত্রে উল্লেখ করতে হবে। যথাযথ কারণ উল্লেখ না করলে আপনার আবেদনটি বাতিল নাও করতে পারে। এভাবে, ই পাসপোর্ট আবেদন কিংবা MRP পাসপোর্ট আবেদন বাতিল করতে পারবেন।
অতঃপর, আবারও নতুন করে পাসপোর্ট আবেদন করতে পারবেন। তবে, পাসপোর্ট আবেদন করার সময় যদি ekpay মাধ্যমে পাসপোর্ট ফি প্রদান করে থাকেন, তাহলে পাসপোর্ট আবেদন বাতিল করলে পরবর্তীতে পাসপোর্ট আবেদন করলে আবারও নতুন করে পাসপোর্ট ফি প্রদান করতে হবে।
তাই, পাসপোর্ট আবেদন করার সময় এ-চালান পদ্ধতি ব্যবহার করে পাসপোর্ট ফি প্রদান করুন। এতে করে, কোনো কারণে পাসপোর্ট আবেদন বাতিল করলেও পরবর্তীতে পাসপোর্ট আবেদন করার সময় একই চালান ব্যবহার করা যাবে। ফলে, নতুন করে পাসপোর্ট ফি প্রদান করতে হবেনা।
ই পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত
ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বরাবর একটি দরখাস্ত লিখতে হয়। উক্ত দরখাস্তের একটি নমুনা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
তারিখ: ৩০শে এপ্রিল, ২০২৫
বরাবর,
সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস
দিনাজপুর
বিষয়: ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি মোছাঃ আমেনা বেগম, পিতা: মোঃ রহমত আলী, মাতাঃ মোছাঃ ফাতেমা খাতুন। আমি গত ১৫ই মার্চ, ২০২৫ তারিখে ই পাসপোর্টের জন্য একটি অনলাইন আবেদন করি। পাসপোর্ট আবেদনের Online Registration ID হচ্ছে: ABC-1234-EFGH-5678। কিন্তু ভুলবশত পাসপোর্ট আবেদনে আমার জন্ম তারিখ ভুল লেখা হয়। এমতাবস্থায় আমি উক্ত আবেদনটি বাতিল করে নতুনভাবে পাসপোর্ট আবেদন করতে চাই।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার পরিস্থিতির দিক বিবেচনা করে পূর্বের ই পাসপোর্ট আবেদনটি বাতিল করে নতুন করে পাসপোর্ট আবেদন করার সুযোগ প্রদান করলে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক-
নাম: মোছাঃ আমেনা বেগম
ঠিকানা: গ্রাম: উত্তরপাড়া, ডাকঘর: বাহাদুরগঞ্জ, উপজেলা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।
মোবাইল: ০১৭XXXXXXXXX
উপরোক্ত নমুনা অনুসরণ করে আপনার সকল তথ্য দিয়ে এভাবে একটি দরখাস্ত লিখে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন। তাহলে, দ্রুত সময়ে তারা আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল করে দিবে।
এছাড়াও পড়ুন —
ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত pdf download
ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত লেখার নমুনা ইতোমধ্যে উপরে উল্লেখ করে দিয়েছি। যারা pdf কপি ডাউনলোড করতে চাচ্ছেন, তাদের জন্য নিচে পিডিএফ কপি সংযুক্ত করে দেয়া হয়েছে। ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
ই পাসপোর্ট আবেদন করার পর যদি আবেদনের প্রিন্ট কপিতে কোনো ভুল দেখতে পান, তাহলে পাসপোর্ট আবেদনটি বাতিল করতে হবে। বাতিল করার পর নতুন করে পাসপোর্ট আবেদন করতে হবে।
কিন্তু, একবার পাসপোর্ট হয়ে গেলে ই পাসপোর্ট চেক করার পর যদি ভুল তথ্য দেখতে পান, তাহলে পাসপোর্ট সংশোধন করার মাধ্যমে ভুল তথ্য সঠিক করে নিতে পারবেন। পাসপোর্ট হয়ে গেলে আবেদন বাতিল করার সুযোগ নেই।
শেষ কথা
ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম এই পোস্টে শেয়ার করা হয়েছে। ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত লেখার নিয়ম এবং পিডিএফ ফাইল শেয়ার করা হয়েছে এখানে। এছাড়াও, যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশনটি দেখুন।
FAQ
কোন কোন কারণে পাসপোর্ট আবেদন বাতিল করা যায়?
পাসপোর্ট আবেদন করার সময় ভুল তথ্য দিলে পাসপোর্ট আবেদন বাতিল করা যায়।
পাসপোর্ট অফিসে দরখাস্ত লেখার নিয়ম
পাসপোর্ট অফিসে দরখাস্ত লেখার নিয়ম ইতোমধ্যে পোস্টের মাঝে শেয়ার করা হয়েছে। একই পদ্ধতি অনুসরণ করে যেকোনো কারণে দরখাস্ত লিখতে পারবেন।