জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি না জানেন না? এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই পোস্টে।

জন্ম নিবন্ধন দিয়ে অনেকেই পাসপোর্ট করতে চান। কারণ, যাদের এনআইডি কার্ড হয়নি, তারা বিদেশ যেতে চাইলে কিংবা অন্য কোনো কারণে পাসপোর্ট প্রয়োজন হলে জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করার প্রয়োজন পড়ে।

কারণ, আমাদের দেশে ১৮ বছর বয়স হলেও ভোটার আইডি কার্ড পায়না অনেকেই। তাই, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে হয়।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি

জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন। তবে, এক্ষেত্রে আপনার বয়স ২০ বছরের কম হতে হবে। পাশাপাশি, আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইন হতে হবে। অর্থাৎ, আপনার জন্ম নিবন্ধনটি ১৭ ডিজিটের হতে হবে। তাহলেই জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন।

যাদের বয়স ২০ বছরের কম, তারা পাসপোর্ট আবেদন করতে চাইলে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে পারবেন। ২০ বছর বয়সের থেকে ১ দিনও যদি বেশি হয়, তাহলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না। এজন্য, আপনার বয়স ২০ বছরের মাঝে আছে কিনা সেটি যাচাই করে দেখতে হবে।

এছাড়া, আপনার জন্ম নিবন্ধন সনদটি ১৭ ডিজিটের কিনা যাচাই করে দেখুন। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধনগুলো অনলাইন করা থাকে। আপনার জন্ম সনদটি ১৩ ডিজিট বা ১৫ ডিজিটের হয়ে থাকলে, অনলাইনে জন্ম নিবন্ধন সনদ আবেদন করে ১৭ ডিজিটের করে নিতে পারবেন।

অর্থাৎ, ১৭ ডিজিটের জন্ম সনদকে ডিজিটাল জন্ম সনদ বলা হয়। এটি দিয়ে পাসপোর্ট আবেদন করা সহ ভোটার আইডি কার্ডের আবেদন এবং আরও অনেক কাজ করতে পারবেন।

কত বছর বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়

২০ বছর বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়। ২০ বছর বয়সের ১ দিনও যদি বেশি বয়স হয়, তাহলে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে, পাসপোর্ট আবেদন করতে চাইলে ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে।

আপনার বয়স যদি ২০ বছরের বেশি হয় এবং ভোটার আইডি কার্ড না পেয়ে থাকেন, তাহলে অনলাইনে ভোটার আইডি কার্ডের আবেদন করার মাধ্যমে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এরপর, নির্বাচন কমিশন অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করলে কিছুদিনের মাঝেই আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন এবং সেটি দিয়ে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন।

এছাড়াও পড়ুন —

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করার মতো একই পরিমাণ টাকা লাগে। অর্থাৎ, ই পাসপোর্ট আবেদন করার সময়ে আপনি কত বছর মেয়াদের এবং কত পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করছেন তার উপর ভিত্তি করে পাসপোর্ট ফি নির্ধারিত হবে।

ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে বেশি টাকা লাগে, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে কম টাকা লাগে বিষয়টা এমন নয়।

জন্ম নিবন্ধন দিয়ে ৫ বছর মেয়াদের ৪৮ পাতার পাসপোর্ট করতে ৪,০২৫ টাকা লাগে। ৫ বছর মেয়াদের ৬৪ পাতার পাসপোর্ট করতে ৬,৩২৫ টাকা লাগে। এছাড়া, জন্ম নিবন্ধন দিয়ে ১০ বছর মেয়াদের ৪৮ পাতার পাসপোর্ট করতে ৫,৭৫০ টাকা লাগে এবং ৬৪ পাতার পাসপোর্ট করতে ৮,০৫০ টাকা লাগে।

জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করা যাবে

হ্যাঁ, জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করা যাবে। আপনার বয়স যদি ২০ বছরের কম হয় এবং জন্ম নিবন্ধনটি যদি ১৭ ডিজিটের হয়, তাহলে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার মাধ্যমে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন।

যাদের বয়স ২০ বছরের কম, তারা এই পদ্ধতি অবলম্বন করে পাসপোর্ট করতে পারবেন। অর্থাৎ, যাদের এখনো ভোটার আইডি কার্ড তৈরি হয়নি, তাদের জন্য এই পদ্ধতি। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, সেটি ব্যবহার করেই পাসপোর্ট আবেদন করতে পারবেন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি দিয়েও পাসপোর্ট আবেদন করা যায়। আপনি যদি ভোটার নিবন্ধন করে থাকেন, তাহলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে সেটি ব্যবহার করেও ই পাসপোর্ট করতে পারবেন।

শেষ কথা

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি না এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। যাদের এখনো ভোটার আইডি কার্ড তৈরি হয়নি, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করেই পাসপোর্ট আবেদন করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *