বিমানের টিকেট কেটেছেন কিন্তু ফ্লাইট কবে বা ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিনা চেক করতে চান? পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার মাধ্যমে আপডেট জানতে পারবেন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে বিমানের টিকেট কাটলে অনলাইনে তাদের ওয়েবসাইট ব্যবহার করে Flight Ticket Check করার মাধ্যমে ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, ট্রিপ মডিফাই এবং ওয়েব চেক ইন সহ বেশ কিছু কাজ করতে পারবেন।

অর্থাৎ, ঘরে বসে এসব কাজ করতে পারবেন তাদের ওয়েবসাইট ভিজিট করে। বিমানের টিকেট চেক করার পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।

বিমানের টিকেট চেক করার নিয়ম

বিমানের টিকেট চেক করতে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইট ভিজিট করুন। Web Check-in সেকশনে ক্লিক করুন। PNR Number দিয়ে চেক করতে চান নাকি টিকেট নাম্বার দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করুন।

এরপর, PNR Number সিলেক্ট করলে ৬ ক্যারাক্টার এর PNR Number টি লিখুন। টিকেট নাম্বার সিলেক্ট করলে ১৩ ডিজিটের টিকেট নাম্বারটি সিলেক্ট করুন। অতঃপর, Search বাটনে ক্লিক করে বিমানের টিকেট স্ট্যাটাস চেক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে আপনার বিমানের টিকেট সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে পারবেন। এছাড়া, এই ওয়েবসাইট থেকেই ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউলও চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যায়না। তবে, টিকেট কেটে থাকলে টিকেট নাম্বার বা PNR নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করতে পারবেন। বিমানের Web Check-in , Flight Status Check, Flight Schedule চেক করার পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

PNR Number দিয়ে বিমানের টিকেট চেক

PNR Number দিয়ে বিমানের টিকেট চেক করতে https://www.biman-airlines.com/ ওয়েবসাইট ভিজিট করুন। Web Check-in সেকশনে ক্লিক করুন। ৬ ক্যারাক্টারের PNR নাম্বারটি লিখুন। নামের শেষ অংশ লিখুন। Search বাটনে ক্লিক করুন।

PNR Number দিয়ে বিমানের টিকেট চেক

উপরে সংযুক্ত ছবিটির মতো করে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করলে বিমানের ওয়েব চেক ইন করতে পারবেন সহজেই।

টিকেট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক

টিকেট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করতে https://www.biman-airlines.com/ এই লিংকে ক্লিক করুন। Web Check-in সেকশনে ক্লিক করুন। Ticket Number সিলেক্ট করুন। প্রথম ঘরে ১৩ ডিজিটের টিকেট নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে আপনার শেষ নাম লিখুন এবং Search বাটনে ক্লিক করুন।

টিকেট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে ছবিতে দেখানো মতো কাজ করলে টিকেট নাম্বার দিয়ে বিমানের টিকেট স্ট্যাটাস চেক করতে পারবেন।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট স্ট্যাটাস এবং ফ্লাইট শিডিউল চেক করতে পারবেন এই ওয়েবসাইট থেকেই। ওয়েবসাইট ভিজিট করে Flight Status সেকশনে ক্লিক করে Route অথবা Flight Number সিলেক্ট করে যথাযথ তথ্য দিয়ে ফ্লাইট চলবে নাকি বন্ধ থাকবে সেটি জানতে পারবেন।

এছাড়া, ফ্লাইট শিডিউল জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, Flight Schedule সেকশনে ক্লিক করুন। অতঃপর, যথাযথ তথ্য দিয়ে Search বাটনে ক্লিক করলে ফ্লাইটের সময়সীমা জানতে পারবেন।

এতক্ষণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানের টিকেট চেক করার পদ্ধতি শেয়ার করা হয়েছে। বিমান বাংলাদেশ ছাড়াও আমাদের দেশে আরও অনেক এয়ারলাইন্স আছে। সেগুলোর টিকেট চেক করার পদ্ধতি নিচে শেয়ার করা হয়েছে।

এছাড়াও পড়ুন —

ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট চেক

ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট চেক করতে https://usbair.com/ এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, Check-in সেকশনে ক্লিক করুন। তাহলে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স

Reservation Number দিয়ে চেক করতে চান নাকি Ticket Number দিয়ে, সেটি সিলেক্ট করুন। Reservation Number সিলেক্ট করলে প্রথম ঘরে রিসার্ভেশন নাম্বারটি লিখুন। দ্বিতীয় ঘরে শেষ নাম লিখুন এবং Check-in বাটনে ক্লিক করুন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট চেক
=

যদি Ticket Number সিলেক্ট করেন, তাহলে প্রথম ঘরে টিকেট নাম্বারটি লিখুন এবং দ্বিতীয় ঘরে শেষ নাম লিখুন। অতঃপর, Check-in বাটনে ক্লিক করুন। তাহলে, ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন ঘরে বসেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের দাম জানতে https://www.biman-airlines.com/ এই লিংকে ক্লিক করে তাদের ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, Book Flight সেকশনে ক্লিক করুন। অতঃপর, One way নাকি Round-trip টিকেটের দাম জানতে চান সেটি সিলেক্ট করুন।

তারপর, Flying From, Flying To, Departure, Return সহ সবকিছু সিলেক্ট করে Search বাটনে ক্লিক করুন। তাহলে, বিমানের টিকেটের দাম কত টাকা সেটি চেক করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস

এই পদ্ধতি অনুসরণ করলে বিমান বাংলাদেশ এর টিকেটের দাম জানতে পারবেন। একবার যাতায়াত এর টিকেটের দাম কত টাকা, রাউন্ড ট্রিপ এর টিকেটের দাম কত টাকা এবং এক এক শহর থেকে অন্য শহর যাওয়ার ভাড়া কত তা আপডেট জানতে পারবেন।

আমরা চাইলে এখানে মূল্য তালিকা যুক্ত করতে পারতাম। কিন্তু, না করার কারণ হচ্ছে এই মূল্য তালিকা নিজে থেকে আপডেট হবেনা। যে পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে, সেটি অনুসরণ করলে আপনি নিজেই যেকোনো সময় চেক করে আপডেট মূল্য তালিকা জেনে নিতে পারবেন।

এছাড়া, এই পদ্ধতি অবলম্বন করে টিকেটের মূল্য চেক করার পাশাপাশি টিকেট বুকিং দিতে পারবেন অনলাইনেই। তাই, টিকেটের দাম জানতে কিংবা টিকেট বুকিং দিতে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন।

ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকেট দাম

ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকেটের দাম জানতে https://usbair.com/ এই ওয়েবসাইট ভিজিট করুন। Book সেকশনে ক্লিক করুন। এরপর, কোথায় থেকে কোথায় থেকে আন সেটি সিলেক্ট করুন। Single Trip নাকি Round Trip সেটি সিলেক্ট করুন। তারিখ এবং প্যাসেঞ্জার এর পরিমাণ সিলেক্ট করে Search Flights বাটনে ক্লিক করুন।

ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকেট দাম

এই পদ্ধতি অবলম্বন করলে ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকেটের মূল্য কত টাকা সেটি জানতে পারবেন। এছাড়া, এখানেই টিকেট বুকিং দিতে পারবেন অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে।

শেষ কথা

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। এছাড়াও, বিমানের টিকেটের দাম কত টাকা সেটিও চেক করার পদ্ধতি জানতে পারবেন এখানে। এমন আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *