ই পাসপোর্টের টাকা জমা দিতে চাচ্ছেন কিন্তু কীভাবে টাকা জমা দিতে হয় জানেন না? এই পোস্টে ই পাসপোর্ট ফি জমা দেয়ার পদ্ধতি বিস্তারিত শেয়ার করা হয়েছে।
ই পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্টের ফি প্রদান করতে হয়। পাসপোর্টের মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে ফি এর পরিমাণ কমবেশি হয়ে থাকে। আপনার পাসপোর্টের ফি কত টাকা হয়েছে সেটি পাসপোর্ট আবেদন করার সময়ে দেখতে পারবেন।
পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে ekpay মাধ্যম ব্যবহার করে কিংবা এ-চালান পদ্ধতি অনুসরণ করে পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন। বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
ই পাসপোর্ট ফি জমা দিতে কি কি লাগে
ই পাসপোর্ট ফি জমা দিতে বেশ কিছু তথ্য জানা থাকতে হয়। এছাড়া, পাসপোর্ট আবেদন করার সময় কী ধরনের পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেগুলো সিলেক্ট করতে হয়। যা যা প্রয়োজন হয় —
- কত বছর মেয়াদের পাসপোর্টের আবেদন করেছেন
- কত পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করেছেন
- জন্ম নিবন্ধন সনদের নাম্বার ও জন্ম তারিখ
- মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস
- যে মাধ্যমে পেমেন্ট করতে ইচ্ছুক
ই পাসপোর্টের টাকা প্রদান করার সময় এসব তথ্য প্রয়োজন হবে। তাই, এগুলো জেনে রাখা আবশ্যক।
ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম
ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য Ibas Finance Gov ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, পাসপোর্ট ফি অপশনটিতে ক্লিক করতে হবে। অতঃপর, আবেদনের প্রকৃতি এবং বিতরণের প্রকৃতি সিলেক্ট করতে হবে। অতঃপর, OK বাটনে ক্লিক করে নিচের দিকে স্ক্রোল করে তথ্যগুলো পূরণ করে পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন।
ব্যক্তি অপশনে ক্লিক করে মাধ্যম সিলেক্ট করে পরিচয় যাচাই করতে হবে। এরপর, কোন মাধ্যম ব্যবহার করে পাসপোর্ট ফি প্রদান করতে চান সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর, পরবর্তী ধাপগুলো অনুসরণ করে পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন।
ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম নিচে ধাপে ধাপে ছবিসহ উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
এছাড়াও পড়ুন —
- ই পাসপোর্ট করতে কি কি লাগে
- ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
- পাসপোর্ট এর মেয়াদ কত দিন থাকতে রিনিউ করতে হয়
ই পাসপোর্ট ফি প্রদান করার নিয়ম
ই পাসপোর্ট ফি পাসপোর্ট আবেদন করার সময় ekpay মাধ্যম ব্যবহার করে পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন। এছাড়া, এ-চালান বা Automated Chalan System ব্যবহার করেও ফি প্রদান করতে পারবেন। এ চালান ব্যবহার করে পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম নিম্নরূপ —
ধাপ ১ — ওয়েবসাইট ভিজিট
ই পাসপোর্টের টাকা প্রদান করতে Ibas Finance Gov এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এটি বাংলাদেশ সরকারের পাসপোর্ট ফি জমা দেয়ার এ চালান সিস্টেম। ভিজিট করার পর পাসপোর্ট ফি অপশনে হোভার করে ক্লিক করতে হবে।

ধাপ ২ — পাসপোর্টের ধরন নির্বাচন
এরপর, আবেদনের প্রকৃতি এবং বিতরণের প্রকৃতি সিলেক্ট করতে হবে। অর্থাৎ, কত বছর মেয়াদের এবং কত পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেটি সিলেক্ট করতে হবে। তাহলে, আপনার পাসপোর্ট ফি কত টাকা সেটি দেখতে পারবেন। এরপর, OK বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৩ — তথ্য পূরণ
এরপর, ব্যক্তি বাটনে ক্লিক করতে হবে। জন্মনিবন্ধন/অন্যান্য অপশনে ক্লিক করে নিচের ফাঁকা ঘরগুলো যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস লিখতে হবে।

ধাপ ৪ — পাসপোর্ট ফি প্রদান
এরপর, কোন মাধ্যমে পাসপোর্ট ফি প্রদান করতে চান সেটি সিলেক্ট করতে হবে এবং Save বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে মোবাইল ব্যাংকিং/ইন্টারনেট ব্যাংকিং/কার্ড পেমেন্ট করে টাকা জমা দিতে পারবেন।
যদি ব্যাংক কাউন্টারে জমা সিলেক্ট করেন, তাহলে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে ই পাসপোর্টের ফি জমা দিতে পারবেন খুব সহজেই।
এ চালান ব্যবহার করে পাসপোর্ট ফি প্রদান করার চেষ্টা করবেন। কারণ, একবার পাসপোর্ট আবেদন বাতিল হয়ে গেলে বা বাতিল করলে পরবর্তীতে আবারও পাসপোর্ট আবেদন করলে একই চালান ব্যবহার করা যাবে। আলাদা করে ফি প্রদান করতে হবেনা।
কিন্তু, যদি ekpay মাধ্যমে ফি প্রদান করেন, তাহলে পাসপোর্ট আবেদন বাতিল হলে বা বাতিল করলে পরে আবারও আবেদন করলে নতুন করে পাসপোর্ট ফি প্রদান করতে হবে।
শেষ কথা
ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা পাসপোর্ট আবেদন করেছেন, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরন করে খুব সহজেই ই পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন। পাসপোর্ট ফি অবশ্যই এ চালান পদ্ধতিতে প্রদান করবেন।
FAQ
কোন কোন ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়া যায়?
ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইবিএল ব্যাংক, ইউসিবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডিবিবিএল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ব্যাংক এশিয়াতে পাসপোর্টের টাকা জমা দেওয়া যায়।
পাসপোর্ট এর জন্য কত টাকা জমা দিতে হয়?
কত বছর মেয়াদের পাসপোর্ট এবং কত পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করেছেন তার উপর ভিত্তি করে ফি এর পরিমাণ কমবেশি হবে।
১০ বছরের জন্য পাসপোর্ট করতে কত টাকা লাগে?
১০ বছরের পাসপোর্ট করতে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা, ৬৪ পাতার পাসপোর্ট ফি ৮,০৫০ টাকা।
পাসপোর্ট নবায়ন করতে সর্বনিম্ন কত সময় লাগে?
পাসপোর্ট ডেলিভারির ধরনের উপর নির্ভর করে পাসপোর্ট নবায়নের আবেদন করার পর ৭ দিন/১৫ দিন/২১ দিন পর্যন্ত সময় লেগে থাকে।