ইতালি ভিসা আবেদন করেছেন কিন্তু ভিসা হয়েছে কিনা জানেন না? পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক করার মাধ্যমে ভিসা স্ট্যাটাস জানতে পারবেন।

অনেকেই ইতালি যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন। কিন্তু, যাদের ভিসা এখনো রেডি হয়নি, তারা ভিসা স্ট্যাটাস চেক করতে পারছেন না। তাই, আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে ফ্রিতে ইতালি ভিসা চেক করতে পারবেন।

ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবে। কীভাবে ভিসা চেক করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।

ইতালি ভিসা চেক করার নিয়ম

ইতালি ভিসা চেক করতে visa.vfsglobal.com/bgd/en/ita/ এই লিংকে ভিজিট করুন। এরপর, Track Application সেকশনে থাকা Track Now বাটনে ক্লিক করুন। অতঃপর, track your visa application status online লেখার উপরে ক্লিক করুন।

নতুন একটি পেজ ওপেন হবে। এখানে, প্রথম ঘরে Application Reference Number লিখবেন। এরপর, দ্বিতীয় ঘরে আপনার নামের শেষ অংশ লিখবেন। ছবিতে দেখানো ক্যাপচা কোডটি লিখবেন এবং SUBMIT বাটনে ক্লিক করবেন। তাহলে, আপনার ইতালি ভিসা রেডি হয়েছে কিনা জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই ইতালি ভিসা স্ট্যাটাস জেনে নিতে পারবেন। ভিসা তৈরি হয়েছে কিনা জানার মাধ্যমে পরবর্তী কাজগুলো করতে পারবেন। আরও বিস্তারিত ধাপ নিচে আলোচনা করা হয়েছে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক করা যায়না। তবে, আপনি ভিসা আবেদন করার সময় যে Application Reference Number পেয়েছিলেন, সেটি এবং আপনার নামের শেষ অংশ দিয়ে ভিসা চেক করতে পারবেন।

ভিসা চেক করার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ — ভিসা চেকিং ওয়েবসাইট ভিজিট

ইতালি ভিসা রেডি হয়েছে কিনা জানার জন্য visa.vfsglobal.com/bgd/en/ita/ এই লিংকে ক্লিক করুন। ইতালি ভিসা চেকিং ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর, Track Now বাটনে ক্লিক করবেন।

ইতালি ভিসা চেক
ইতালি ভিসা চেক

এরপর, track your visa application status online লেখার উপরে ক্লিক করবেন। তাহলে, নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।

ইতালি ভিসা চেকিং
ইতালি ভিসা চেকিং

ধাপ ২ — তথ্য পূরণ

নতুন পেজে নিয়ে আসার পর ভিসা চেক করার একটি ফরম দেখতে পাবেন। এখানে আপনার ভিসা আবেদন সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

প্রথম ঘরে Application Reference Number লিখবেন। এরপর, দ্বিতীয় ঘরে আপনার শেষ নাম লিখবেন। অবশ্যই ভিসা আবেদনের তথ্য অনুযায়ী এসব তথ্য দিতে হবে।

ইতালি ভিসা চেক করার নিয়ম
ইতালি ভিসা চেক করার নিয়ম

ধাপ ৩ — ভিসা চেক

অতঃপর, ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখবেন। SUBMIT বাটনে ক্লিক করবেন। তাহলে, ইতালি ভিসা রেডি হয়েছে কিনা জানতে পারবেন।

ইতালি ওয়ার্ক পারমিট ভিসা
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার ইতালি ভিসা আবেদন অনুমোদন হয়েছে কিনা জেনে নিতে পারবেন। আপনার ভিসা রেডি হলে এম্বাসি থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন এবং ইতালি যাওয়ার বাকি কাজগুলো করতে পারবেন।

এছাড়াও, ইতালি এম্বাসিতে যোগাযোগ করে কিংবা যে জায়গায় ভিসা আবেদন করেছেন, সেখানে থেকেও ভিসা হয়েছে কিনা চেক করে দেখতে পারবেন। তবে, ঘরে বসে অনলাইনে ফ্রিতেই ভিসা চেক করতে উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করতে হবে।

এছাড়াও পড়ুন —

ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা ট্র্যাকিং

VFS Global এ যারা ইতালি ভিসা আবেদন করেছেন, তারা VFS Global এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ইতালি ভিসা ট্র্যাকিং করতে পারবেন। এজন্য, নিচের ধাপগুলো অনুসরণ করুন –

  • ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন
  • প্রথম ঘরে Application Reference Number লিখুন
  • দ্বিতীয় ঘরে আপনার নামের শেষ অংশ লিখুন
  • ছবিতে দেখানো ক্যাপচা কোডটি পূরণ করুন
  • SUBMIT বাটনে ক্লিক করে ইতালি ভিসা ট্র্যাকিং করতে পারবেন

উপরের এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট থেকে ইতালি ভিসা ট্রাক করতে পারবেন এবং আপনার ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। ইতমধ্যে ছবি সহ বিস্তারিত পদ্ধতি অনুসরণ করে দেয়া হয়েছে।

শেষ কথা

ইতালি ভিসা চেক করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা ইতালি যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন, তারা পোস্টে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে ভিসা হয়েছে কিনা জেনে নিতে পারবেন। এছাড়াও, যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশনটি দেখুন।

FAQ

ভিসা স্ট্যাটাস “Dispatched” দেখালে করণীয় কী?

ভিসা স্ট্যাটাস “Dispatched” দেখালে বুঝতে হবে আপনার ভিসা রেডি হয়ে গেছে। খুব শীঘ্রই আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন।

ভিসা স্ট্যাটাস চেক করার জন্য ওয়েবসাইটে কী কী তথ্য দিতে হতে পারে?

ভিসা স্ট্যাটাস চেক করার জন্য ওয়েবসাইটে Application Reference Number এবং নামের শেষ অংশ লিখতে হবে। তাহলে, অনলাইনে ইতালি ভিসা চেক করতে পারবেন।

ইতালি ভিসা চেকিং করবো কিভাবে?

ইতালি ভিসা চেকিং করার জন্য vfsglobal ওয়েবসাইট ভিজিট করতে হবে। পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *