ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন কিন্তু ই পাসপোর্ট করতে কত টাকা লাগে জানেন না? এই পোস্টে ই পাসপোর্ট ফি কত টাকা জানতে পারবেন।
ই পাসপোর্ট আবেদন করার সময় পাসপোর্ট আবেদন ফি জমা দিতে হয়। কত বছর মেয়াদের পাসপোর্টের জন্য আবেদন করা হচ্ছে এবং কত পাতার পাসপোর্টের জন্য আবেদন করা হচ্ছে তার উপর ভিত্তি করে পাসপোর্ট ফি ভিন্ন হয়ে থাকে।
তাই, ৫ বছর মেয়াদি পাসপোর্ট এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফি কত টাকা এবং ৪৮ পাতা এবং ৬৪ পাতা পাসপোর্ট ফি কত টাকা জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে
ই পাসপোর্ট আবেদন করতে ৪,০২৫ টাকা থেকে শুরু করে ৮,০৫০ টাকা পর্যন্ত লাগে। ৫ বছর মেয়াদের ৪৮ পাতার পাসপোর্ট ফি ৪,০২৫ টাকা, ৫ বছর মেয়াদের ৬৪ পাতার পাসপোর্ট ফি ৬,৩২৫ টাকা।
এছাড়া, ১০ বছর মেয়াদের ৪৮ পাতার পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা এবং ১০ বছর মেয়াদের ৬৪ পাতার পাসপোর্ট ফি ৮,০৫০ টাকা। তবে, এগুলো সব রেগুলার ডেলিভারি ফি এর পরিমাণ। ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে পাসপোর্ট ফি আরও বেশি হয়ে থাকে।
রেগুলার ডেলিভারি ছাড়াও এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে পাসপোর্ট নেয়া যায়। রেগুলার ডেলিভারির ক্ষেত্রে পাসপোর্ট পেতে ২১ দিন সময় লাগে। এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ১৫ দিনের মাঝে পাসপোর্ট পাওয়া যায়। অপরদিকে, সুপার এক্সপ্রেস ডেলিভারি নিলে ৭ দিনেই পাসপোর্ট হাতে পাবেন।
৫ বছর মেয়াদের পাসপোর্ট ফি কত টাকা
৫ বছর মেয়াদের ৪৮ পাতার পাসপোর্ট ফি ডেলিভারির উপর ভিত্তি করে কত টাকা তা নিচের তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে —
পাসপোর্টের ধরন | ডেলিভারির ধরণ | পাসপোর্ট আবেদন ফি |
৫ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট | রেগুলার ডেলিভারি ফি | ৪,০২৫ টাকা |
৫ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট | এক্সপ্রেস ডেলিভারি ফি | ৬,৩২৫ টাকা |
৫ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট | সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি | ৮,৬২৫ টাকা |
৫ বছর মেয়াদের ৬৪ পাতার পাসপোর্ট ফি রেগুলার, এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে কত টাকা তা নিচের তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে —
পাসপোর্টের ধরন | ডেলিভারির ধরণ | পাসপোর্ট আবেদন ফি |
৫ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট | রেগুলার ডেলিভারি ফি | ৬,৩২৫ টাকা |
৫ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট | এক্সপ্রেস ডেলিভারি ফি | ৮,৬২৫ টাকা |
৫ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট | সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি | ১২,০৭৫ টাকা |
১০ বছর মেয়াদের পাসপোর্ট ফি কত টাকা
১০ বছর মেয়াদের ৪৮ পাতার পাসপোর্ট ফি ডেলিভারির উপর ভিত্তি করে কত টাকা তা নিচের তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে —
পাসপোর্টের ধরন | ডেলিভারির ধরণ | পাসপোর্ট আবেদন ফি |
১০ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট | রেগুলার ডেলিভারি ফি | ৫,৭৫০ টাকা |
১০ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট | এক্সপ্রেস ডেলিভারি ফি | ৮,০৫০ টাকা |
১০ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট | সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি | ১০,৩৫০ টাকা |
১০ বছর মেয়াদের ৬৪ পাতার পাসপোর্ট ফি রেগুলার, এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে কত টাকা তা নিচের তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে —
পাসপোর্টের ধরন | ডেলিভারির ধরণ | পাসপোর্ট আবেদন ফি |
১০ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট | রেগুলার ডেলিভারি ফি | ৮,০৫০ টাকা |
১০ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট | এক্সপ্রেস ডেলিভারি ফি | ১০,৩৫০ টাকা |
১০ বছর মেয়াদি ৬৪ পাতার পাসপোর্ট | সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি | ১৩,৮০০ টাকা |
পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে
পাসপোর্ট আবেদন করতে এবং পাসপোর্ট রিনিউ করতে একই পরিমাণ টাকা লাগে। পাসপোর্টের মেয়াদ এবং পাতা সংখ্যার উপর ভিত্তি করে পাসপোর্ট রিনিউ ফি কমবেশি হবে। তবে, পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউ ফি একই।
৫ বছর মেয়াদের পাসপোর্ট রিনিউ ফি নিম্নরূপ —
রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ৫ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৪,০২৫ টাকা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৬,৩২৫ টাকা।
এক্সপ্রেস ডেলিভারি নিলে ৫ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৬,৩২৫ টাকা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৮,৬২৫ টাকা।
সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৫ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৮,৬২৫ টাকা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ১২,০৭৫ টাকা।
১০ বছর মেয়াদের পাসপোর্ট রিনিউ ফি নিম্নরূপ —
রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ১০ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৫,৭৫০ টাকা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৮,০৫০ টাকা।
এক্সপ্রেস ডেলিভারি নিলে ১০ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ৮,০৫০ টাকা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ১০,৩৫০ টাকা।
সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ১০ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ১০,৩৫০ টাকা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রিনিউ ফি ১৩,৮০০ টাকা।
এছাড়াও পড়ুন —
কোন কোন ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়া যায়
বিকাশ/নগদ/উপায়/রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে পাসপোর্টের টাকা জমা দেয়া যায়। এছাড়াও, এ-চালানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। যেসব ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেয়া যায় সেগুলো নিম্নরপ —
- ঢাকা ব্যাংক এবং
- এবি ব্যাংক
- সিটি ব্যাংক
- ওয়ান ব্যাংক
- ব্র্যাক ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
- ইবিএল ব্যাংক
- ইউসিবি ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- ডিবিবিএল ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- ব্যাংক এশিয়া
এছাড়াও, ekpay অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিভিন্ন পেমেন্ট মেথড ব্যবহার করে পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন। তবে, এ-চালানের মাধ্যমে পাসপোর্ট ফি প্রদান করার চেষ্টা করবেন। এতে করে, পাসপোর্ট আবেদন বাতিল করলেও নতুন করে আবেদন করতে উক্ত চালান ব্যবহার করতে পারবেন।
অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করলে একবার পাসপোর্ট আবেদন বাতিল করলে পরবর্তীতে আবারও নতুন করে পাসপোর্ট ফি প্রদান করতে হয়।
শেষ কথা
পাসপোর্ট ফি কত টাকা বা ই পাসপোর্ট করতে কত টাকা লাগে বিস্তারিত শেয়ার করেছি এই পোস্টে। ৪৮ পাতার পাসপোর্ট এবং ৬৪ পাতার পাসপোর্ট ৫ বছর মেয়াদ ও ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে কত টাকা ফি লাগে জানতে পারবেন এখানে।
ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে পাসপোর্ট আবেদন ফি ভিন্ন হয়। তাই, রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি কত টাকা সেটি টেবিল আকারে উল্লেখ করে দেয়া হয়েছে পোস্টের ভিতরে। পোস্টের ভিতরে পাসপোর্ট রিনিউ ফি সম্পর্কেও জানতে পারবেন।
FAQ
ই-পাসপোর্ট ফি কিভাবে জমা দেওয়া যায়?
অনলাইন পেমেন্ট গেটওয়ে ekpay ব্যবহার করে কিংবা এ-চালান পদ্ধতিতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ই পাসপোর্ট ফি জমা দেয়া যায়।
পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউ ফি কি একই?
হ্যাঁ, নতুন পাসপোর্ট আবেদন ফি এবং পুরাতন পাসপোর্ট রিনিউ ফি একই। পাসপোর্টের মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যার উপর পাসপোর্ট ফি নির্ভর করে।
রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে?
রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট আবেদনের ২১ দিনের মাঝে পাসপোর্ট পাওয়া যায়।
এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে?
এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট আবেদনের ১৫ দিনের মাঝে পাসপোর্ট পাওয়া যায়।
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে?
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট আবেদনের ৭ দিনের মাঝে পাসপোর্ট পাওয়া যায়।