ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন কিন্তু পাসপোর্ট আবেদন করতে কী কী কাগজপত্র লাগে জানেন না? এই পোস্টে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ই পাসপোর্ট অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার সময় বয়স এবং পেশার উপর ভিত্তি করে ভিন্ন ধরনের কাগজপত্র সাবমিট করতে হয়। তাই, যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, তারা এসব কাগজপত্র সম্পর্কে জানেন না।

শেষ অব্দি পড়লে কী কী কাগজপত্র লাগবে তা বিস্তারিত তালিকা আকারে পেয়ে যাবেন। চলুন, জেনে নেয়া যাক।

ই পাসপোর্ট করতে কি কি লাগে

ই পাসপোর্ট আবেদন করতে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, ইউটিলিটি বিলের কপি, পাসপোর্ট সাইজের ছবি, পিতা/মাতার ভোটার আইডি কার্ড, ই পাসপোর্ট আবেদন ফি, নিকাহনামা এবং নাগরিক সনদপত্র সহ বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হয়।

১৮ বছর বয়সের কম হলে পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে ভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হয়। এক্ষেত্রে, ভোটার আইডি কার্ডের পরিবর্তে জন্ম নিবন্ধন সনদ দিলেই হয়। আবার, সরকারি চাকুরীজীবী এবং বেসরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে ভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হয়।

ই পাসপোর্ট আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে তার বিস্তারিত তালিকা নিচে দেয়া হয়েছে। চলুন, দেখে নেয়া যাক।

বাচ্চাদের ই পাসপোর্ট করতে কি কি লাগে

বাচ্চাদের জন্য ই পাসপোর্টের আবেদন করা যায়। এক্ষেত্রে, যাদের বয়স ১৮ বছরের কম, তারা ভোটার আইডি কার্ড ছাড়াই পাসপোর্ট আবেদন করতে পারবেন। বাচ্চাদের পাসপোর্ট আবেদন করতে কী কী কাগজপত্র লাগে তা নিম্নরূপ —

  1. পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
  2. অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি
  3. 3R সাইজের ছবি
  4. টিকাদান কার্ড
  5. নাগরিক সনদপত্র
  6. আবেদন ফি ব্যাংক ড্রাফ্‌ট করে পাওয়া এ-চালান এর কপি

অনলাইনে বাচ্চাদের ই পাসপোর্ট আবেদন করার সময় এসব কাগজপত্র প্রয়োজন হবে। পাসপোর্ট আবেদন করার পর আবেদনের কপি প্রিন্ট করে সেটি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

প্রাপ্তবয়স্কদের ই পাসপোর্ট করতে কি কি লাগে

যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে, তারা পাসপোর্ট আবেদন করতে চাইলে নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবে। পাসপোর্ট আবেদন করার সময় এবং পাসপোর্ট আবেদনের কপি জমা দিতে গেলে এসব কাগজপত্র প্রয়োজন হবে।

  1. 3R সাইজের ছবি
  2. ভোটার আইডি কার্ডের ফটোকপি
  3. পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি
  4. শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সনদপত্র বা স্টুডেন্ট আইডি কার্ড
  5. আবেদন ফি ব্যাংক ড্রাফ্‌ট করে পাওয়া এ-চালান এর কপি
  6. স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (বিবাহিতদের ক্ষেত্রে)
  7. নিকাহনামা বা কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে)
  8. নাগরিক সনদপত্রের কপি
  9. ইউটিলিটি বিলের কপি (গ্যাস/বিদ্যুৎ/পানি)

অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার সময় এসব কাগজপত্র বা এসব তথ্য প্রদান করতে হতে পারে। এরপর, পাসপোর্ট আবেদনের কপি প্রিন্ট করে নিন। আবেদনের কপি সহ এসব কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তাহলে, পাসপোর্ট আবেদন সম্পন্ন হবে।

এছাড়াও পড়ুন —

সরকারি চাকুরীজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে

সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে ই পাসপোর্ট আবেদন করতে আলাদা কিছু কাগজপত্র প্রয়োজন হয়। কী কী কাগজপত্র প্রয়োজন হয় তা নিম্নরূপ —

  1. ভোটার আইডি কার্ডের ফটোকপি
  2. নাগরিক সনদপত্রের কপি
  3. 3R সাইজের ছবি
  4. শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সনদপত্র বা স্টুডেন্ট আইডি কার্ড
  5. নিকাহনামা বা কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে)
  6. আবেদন ফি ব্যাংক ড্রাফ্‌ট করে পাওয়া এ-চালান এর কপি
  7. পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি
  8. ইউটিলিটি বিলের কপি (গ্যাস/বিদ্যুৎ/পানি)
  9. স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (বিবাহিতদের ক্ষেত্রে)
  10. NOC (No Objection Certificate) বা GO (Government Order)

সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে NOC (No Objection Certificate) বা GO (Government Order) ডকুমেন্ট আলাদা করে প্রয়োজন পড়ে। অন্যান্য চাকুরীর ক্ষেত্রেও এই ধরনের ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। এসব ডকুমেন্ট সহ পাসপোর্ট আবেদনের কপি আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

এছাড়া, পাসপোর্ট আবেদন করার সময় পাসপোর্ট আবেদন ফি এ-চালান কপি জমা দিতে হবে। ৫ বছরের আবেদনের ক্ষেত্রে ৫ বছরের ফি পরিশোধের এ-চালানের কপি জমা দিতে হবে। ১০ বছরের ক্ষেত্রে ১০ বছরের এ-চালানের কপি জমা দিতে হবে।

এছাড়া, পাসপোর্ট আবেদন ফি পাসপোর্ট পাতার উপরে কমবেশি হয়ে থাকে। তাই, যত বছর এবং যত পাতার পাসপোর্টের জন্য আবেদন করছেন, সেটির এ-চালান কপি প্রদান করতে হবে।

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে পোস্টে পাসপোর্ট ফি কত টাকা তা উল্লেখ করে দেয়া হয়েছে। বছর এবং পাতা ভেদে পাসপোর্ট আবেদন ফি সম্পর্কে জানতে পারবেন উক্ত পোস্টে।

বিবাহিতদের পাসপোর্ট করতে কি কি লাগে

বিবাহিতদের পাসপোর্ট করতে উপরের তালিকায় উল্লেখ করে দেয়া সকল কাগজপত্র লাগে। এছাড়া, আলাদা করে নিকাহনামা প্রয়োজন হয়। পাসপোর্টে স্পাউজ নাম যুক্ত করতে নিকাহনামা প্রয়োজন হবে। এছাড়া, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।

৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে

৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড, নাগরিক সনদপত্র, 3R সাইজের ছবি, NOC সহ বেশ কিছু কাগজপত্র এবং ৫ বছর মেয়াদের পাসপোর্ট আবেদন ফি এর এ-চালান কপি লাগে।

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড, 3R সাইজের ছবি, পিতা/মাতার ভোটার আইডি কার্ড, চাকুরীজীবী হলে NOC, শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি কার্ড/সনদপত্র, নাগরিক সনদপত্র এবং ১০ বছর মেয়াদের পাসপোর্ট ফি প্রদানের এ-চালান কপি লাগে।

শেষ কথা

ই পাসপোর্ট করতে কী কী কাগপজপত্র লাগে তার কয়েকটি তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে এই পোস্টে। যারা ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন কিন্তু কী কী কাগজপত্র লাগবে জানেন না, তারা পোস্টটি পড়লে ধারণা পাবেন। এছাড়া, প্রশ্নোত্তর সেকশন থেকে আপনার প্রশ্নের উত্তর জানতে পারবেন।

FAQ

NID card ছাড়া কি পাসপোর্ট করা যায়?

১৮ বছর বয়সের কম হলে NID Card ছাড়া জন্ম নিবন্ধন সনদ দিয়েও পাসপোর্ট করা যায়। ১৮ বছর বা তার বেশি হলে NID Card প্রয়োজন হবে।

পাসপোর্ট কত দিনে পাওয়া যায়?

পাসপোর্ট ডেলিভারির ধরনের উপর নির্ভর করবে আপনার পাসপোর্টটি কতদিনের মাঝে পাবেন। ডেলিভারির ধরনের উপর ফি এর পরিমাণ কমবেশি হয়।

ইমার্জেন্সি পাসপোর্ট করতে কত দিন সময় লাগে?

ইমারজেন্সি পাসপোর্ট করতে ৭ দিন সময় লাগে। এছাড়াও, ১৫ দিন বা ২১ দিনের মাঝেও পাসপোর্ট ডেলিভারি নেয়া যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *